
প্রশ্ন
মসজিদের ইমাম সাহেব বললেন, তাকবীরে তাশরীক যেমন পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়তে হয় তেমনি ঈদের জামাতের পরও পড়তে হয়। মাসআলাটি সঠিক কি না জানালে খুশি হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঈদের জামাতের পর তাকবীরে তাশরীক পড়া জায়েয আছে। তবে এ সময় তা পড়া ওয়াজিব নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ২৯৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৫
- আননাহরুল ফায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭৩
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৬
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৪
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৭৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫২
- হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫৭
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৮০
- কেফায়াতুল মুফতী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০৫
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৮১
আনুষঙ্গিক ফতোয়া
- খুৎবার সময় মুক্তাদীর জন্য ঈমামের সাথে তাকবীরে তাশরীক বলা
- তাকবীরে তাশরীক তিন বার পড়া জরুরী কি-না?
- তাকবীরে তাশরীক পড়ার নিয়ম
- ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব
- ঈদের নামাযের তাকবীর?
- ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর ছুটে গেলে করণীয়
- ঈদের খুতবার আগে-পরে তাকবীর বলা
- ঈদের নামাজ সানা পড়ার সময়