
প্রশ্ন
উমরা আদায়কারী ব্যক্তিকে হাজী বলে সম্বোধন করা যাবে কি-না? তেমনিভাবে তার নামের শুরুতে বা শেষে হাজী ব্যবহার করা বৈধ হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্জ ও উমরা, এ দু’টি একই পর্যায়ের ইবাদত নয়। বরং দু’টি ভিন্ন ভিন্ন ইবাদত। আর হাজী কেবল তাকেই বলা যেতে পারে, যিনি নিজের পক্ষ থেকে হজ্জ আদায় করেছেন। কারণ, হাজী শব্দের অর্থ হজ্জ আদায়কারী। কাজেই কেউ উমরা করলে তাকে হাজী বলা এবং তার নামের শুরুতে হাজী শব্দ ব্যবহার করা যাবে না। তবে তাকে মু’তামির (উমরা আদায়কারী) বলা যেতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৭২
- সূরা: বাক্বারাহ, আয়াত: ১৯৬
আনুষঙ্গিক ফতোয়া
- কিরান বা তামাত্তু হজ্ব আদায়কারীর ওপর কুরবানী
- হাঁচি ও হাই আসলে করণীয় কি
- হজ্ব করতে গিয়ে একাধিকবার উমরা করা যাবে না
- স্বামী-স্ত্রী একে অপরকে ভাই-বোন বলা প্রসঙ্গে
- একাকী নামায আদায়কারী ব্যক্তির পেছনে এসে কেউ ইক্তিদা করলে করনীয়
- কাবা দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- শ্বশুর-শাশুড়িকে আব্বা-আম্মা বলা