
প্রশ্ন
উযু ব্যতীত মসজিদে ঢুকে আযান দেয়া যাবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উযু ব্যতীত মসজিদে ঢুকে আযান দেয়া জায়িয আছে। তবে উত্তম হলো উযু করে আযান দেয়া। এজন্য অনেক ফিকহবিদগণ উযু ব্যতীত আযান দেয়াকে মাকরূহ বলেছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৪
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯২
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ২, পৃষ্ঠা: ৯২
- হেদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৯০
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৪