নামায Fatwa Cover

উযু ব্যতীত নামায পড়া

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

কেউ ভুলবশতঃ উযু ব্যতীত নামায আদায় করার পর ওয়াক্ত শেষ হয়ে গেলে স্মরণ হল। এমতাবস্থায় তার করণীয় কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এমতাবস্থায় করণীয় হল- উযু করে পুনরায় উক্ত নামায আদায় করে নিতে হবে । কারণ, নামাযের জন্য পাক পবিত্র হওয়া শর্ত। তাই তিনি পূর্বে যে নামাযটি আদায় করেছেন তা আদায় হয়নি। অতএব, সে নামাযটি উযু করে অর্থাৎ পাক পবিত্রতা অর্জন করে পুনরায় আদায় করা জরুরী। অসতর্কতার দরুন আল্লাহর দরবারে ইস্তিগফার করবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আবু দাউদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৮৭
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৮৭
  • তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা:
  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ৪০