
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার ছেলেকে বললেন, আমার নিকট এখন জমা টাকা নেই। তুমি তোমার টাকা দ্বারা আমার যাকাত আদায় করে দাও। পরে তোমাকে দিয়ে দিব। ছেলে পিতার যাকাত আদায় করে দিল। এখন জানার বিষয় এই যে, ছেলে নিজের টাকা দ্বারা পিতার যাকাত আদায় করার দ্বারা পিতার যাকাত আদায় হয়েছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জ্বী, পিতার যাকাত আদায় হয়েছে। কেননা, এক্ষেত্রে ছেলে থেকে টাকা ঋণ নিয়ে তা দ্বারা যাকাত আদায় করা হয়েছে। আর ঋণের টাকা দিয়েও যাকাত আদায় করা যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬২
আনুষঙ্গিক ফতোয়া
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- পাওনা টাকা যাকাত হিসেবে দিয়ে দেওয়া
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাত আদায়ের সময়ে হাতে আসা অতিরিক্ত টাকারও কি যাকাত দিতে হবে
- যাকাতে হিসেব থেকে দীর্ঘমেয়াদী ঋণ কি বাদ দিতে হবে
- যাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কিতাব কিনে দেওয়া