হজ্জ Fatwa Cover

ঋতুমতী মহিলার ইহরাম বাঁধা

মাসিক আল কাউসারহজ্জ


প্রশ্ন

আমার এক আত্মীয়া জানতে চান, ঋতুমতী মহিলার কি ইহরাম বাঁধার আগে গোসল করা মুস্তাহাব?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ঋতুমতী মহিলারও ইহরামের আগে গোসল করা মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী হায়েয বা নেফাস অবস্থায় মীকাতে পৌঁছলে গোসল করবে। এরপর ইহরাম গ্রহণ করবে। অতপর হজ্বের যাবতীয় কাজ করতে থাকবে শুধু বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ২৪৩
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ৬৯