
প্রশ্ন
জনৈকা মহিলা ঋতুস্রাব অবস্থায় তাওয়াফে যিয়ারত ও সাঈ করে ফেলে। অতপর আইয়ামে নহরের ভিতরে তিনি ঋতুস্রাব থেকে পবিত্র হন। জানার বিষয় হল, এখন তাকে তাওয়াফে যিয়ারত ও সাঈ উভয়টি পুনরায় করতে হবে না শুধু তাওয়াফে যিয়ারত করলেই যথেষ্ট হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ মহিলাকে শুধু তাওয়াফে যিয়ারত করতে হবে। সাঈ পুনরায় করা জরুরি নয়। তবে এ বিষয়ে যেহেতু মতানৈক্য আছে তাই সম্ভব হলে সাঈও পুনরায় করে নেওয়া ভালো।
- والله اعلم باالصواب -
সুত্র
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৭৩
- যুবদাতুল মানাসিক, পৃষ্ঠা: ৩৭১
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫১
- আলবাহরুল আমীক, খন্ড: ২, পৃষ্ঠা: ১,১২৫
আনুষঙ্গিক ফতোয়া
- তাওয়াফ করার পর তার ঋতুস্রাব শুরু হয়ে গেলে করণীয়
- অসুস্থতার দরুন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করতে না পারলে করণীয়
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়
- দূর থেকে করর যিয়ারত করা
- সাফা-মারওয়া সাঈ না করে হজ্জ পালন করা
- কবর যিয়ারত করার হুকুম কি
- কি কি শর্তে মহিলারা কবর যিয়ারত করতে পারবে
- হজ্জে কংকর নিক্ষেপ, কুরবানী ও মাথা মুণ্ডানোর ধারাবাহিকতা