
প্রশ্ন
ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে কুরআন মজীদ স্পর্শ করতে কোনো সমস্যা আছে কি? জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঋতুকালে বা অপবিত্র অবস্থায় কুরআন মজীদ স্পর্শ করা নাজায়েয। হ্যাঁ, এ অবস্থায় কুরআন মজীদ ধরার প্রয়োজন হলে গিলাফ বা অন্য কোনো পবিত্র কাপড় দিয়ে ধরা যাবে। তবে পরিহিত বস্ত্রের আঁচল বা তার অন্য কোনো অংশ দ্বারা স্পর্শ করা উচিত নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০২
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২০১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯
আনুষঙ্গিক ফতোয়া
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা
- কুরআনের আয়াত সম্বলিত গিলাফ দ্বারা মৃতব্যক্তির লাশ আবৃত করা
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- বিনা অজুতে কোরআন শরীফের কভার স্পর্শ করা
- অযু নষ্ট হয়ে গেলে মুখ বা ঠোঁটের দ্বারা কুরআন শরীফ স্পর্শ করা
- কোরআন শরীফ হাতে নিয়ে কসম
- কুরআন মজীদকে চুমু খাওয়া
- মহিলাদের ঋতুস্রাবের কারণে কাযা নামাযের হুকুম