
প্রশ্ন
জনৈকা মহিলার প্রতি ইংরেজি মাসের ১৫ তারিখে ঋতুস্রাব হয়। রমযান মাসে এক দিন সকাল বেলা সে রোযা অবস্থায় ছিল। এক পর্যায়ে তার স্মরণ হল আজ ইংরেজি মাসের ১৫ তারিখ। অর্থাৎ তার ঋতুস্রাব হওয়ার দিন। ফলে সে রোযা ভেঙ্গে ফেলে। কিন্তু সেদিন তার স্রাব আসেনি। প্রশ্ন হল, ঐ দিনের রোযা ভেঙ্গে ফেলার কারণে তার উপর কি কাফফারা ওয়াজিব হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলার উপর কাফফারা ওয়াজিব হয়েছে। তবে যদি ঐ দিন ঋতুস্রাব হত তাহলে শুধু কাযা করা ওয়াজিব হত। কাফফারা ওয়াজিব হত না। উল্লেখ্য যে, হায়েয আসতে পারে-এই সন্দেহের উপর ভিত্তি করে রোযা ভেঙ্গে ফেলা জায়েয নয়; বরং নিয়ম হল, রক্ত দেখে রোযা-নামায ছাড়বে। অতএব ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা কর্তব্য।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭৭
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৭
আনুষঙ্গিক ফতোয়া
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- স্বপ্নদোষে রোযা ভঙ্গ হয়েছে সন্দেহ করে কিছু খেলে
- জিম্মায় কাযা আছে ভেবে শুরু করা রোজা ভেঙে ফেলা
- সূর্য ডুবে গেছে ভেবে ইফতার করে ফেললে করণীয়
- রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে...