
প্রশ্ন
আমি একজন ব্যবসায়ী। আমি আমার দোকানের কাস্টমারের কারো কাছ থেকে বেশি মূল্য রাখি। অর্থাৎ ন্যায্যমূল্য রাখি। আবার একান্ত আপনজনদের কাছে খুব কমমূল্যে বিক্রি করি। এভাবে বেশিকম করে বিক্রি করা জায়েয হবে কি? এর জন্য কি হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনজনদের থেকে ন্যায্যমূল্যের কম রাখা এবং সাধারণ ক্রেতাদের থেকে ন্যায্যমূল্য নেওয়া দোষনীয় নয়। তবে বাজার মূল্যের চেয়ে বেশি যেন না নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরে মাযহারী, খন্ড: ২, পৃষ্ঠা: ৮৭
- হেদায়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৫
- ফাতহুল কাদীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৪৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ১২০
- সূরা: নিসা, আয়াত: ২৯
আনুষঙ্গিক ফতোয়া
- ডলারের ব্যবসা করার হুকুম কি
- পণ্যের মূল্য নির্ধারণ না করে বাকি বিক্রি করা
- দর-কষাকষি করে ক্রয় বিক্রয়
- বিক্রিকৃত পণ্য অন্যত্র বিক্রি করে দেবার শর্তে ক্রয়-বিক্রয় করার বিধান কী
- হজ্জে ওয়াজিব হওয়া দম আদায় করতে না পারলে করণীয়
- বাকি লেনদেনে নগদ মূল্যের চেয়ে কিছু বেশি দাম রাখা
- দাড়ি ও টাখনুর উপরে জামা পরিধান করার শরয়ী বিধান নিয়ে ঠাট্টাকারীর অসাড় যুক্তির জবাব
- কুরবানীর চামড়া ঈদগাহ মাঠের জন্য দান