
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
একই সময়ে দুনিয়ার বিভিন্ন স্থানে কিংবা একই স্থানে অনেক মৃতকে দাফন করা হলে মুনকার-নকীর ফেরেশতাদ্বয় মৃতদেরকে কিভাবে প্রশ্ন করবেন? এ কৌতুহল নিরসনে একাধিক উক্তি পাওয়া যায়। ১। মুনকার-নকীর উভয় ফেরেশতার সাথে এ কাজে নিমিত্তে আরও অসংখ্য ফেরেশতা সহায়ক হিসেবে থাকেন। হযরত আযরাইল আ. যেমন তাঁর সহযোগী অন্যান্য ফেরেশতার দ্বারা জান কবযের কাজ নেন, তদ্রুপ মুনকার-নকীর ফেরেশতাদ্বয় নেতৃত্ব দিয়ে তাদের সহযোগী ফেরেশতা বাহিনী দ্বারা মৃতদের সাথে প্রশ্নোত্তর পর্ব সমাধা করেন। ২। অনেকে বলেন- সমগ্র দুনিয়া মুনকার-নকীরের নখদর্পনে উদ্ভসিত এবং দৃষ্টি ও ক্ষমতার আওতায়। যেমন- মালাকুল মউত হযরত আযরাঈল আ.-এর ক্ষেত্রে। সুতরাং তাদের জন্য একই সময়ে অনেক মৃতকে সওয়াল করা অসম্ভব বা কঠিন কিছু নয়। উল্লেখ্য, এ ধররেন প্রশ্ন যেহেতু ঈমান-আকীদার সাথে কোনই সম্পর্ক নাই এবং কবরে-হাশরে এ ব্যাপারে কোন প্রশ্নও করা হবে না বা এগুলো জানলে কোন সাওয়াব হবে না সুতরাং এ চেয়ে জরুরী যেসব বিষয় রয়েছে তা জানার জন্য এবং আমল করার জন্য সময় ব্যয় করা উচিৎ।
- والله اعلم باالصواب -
সুত্র
- মিরকাত, খন্ড: ১, পৃষ্ঠা: ২০০