
প্রশ্ন
আমার একটি দোকান অনেক দিন যাবত খালি পড়ে আছে। একদিন আমার এক বন্ধু বলল, তোর দোকানটি তো খালিই পড়ে আছে আমার কাছে কিছু টাকা আছে তা দিয়ে একটি ফটোস্ট্যাট মেশিন ক্রয় করে তোর দোকানে ব্যবসা করব। যা মুনাফা হবে তা থেকে ৩০% তোকে দিব। এতে আমি রাজি হয়েছি। এখন আমার প্রশ্ন হল, আমাদের উক্ত চুক্তিটি কি শরীয়তসম্মত হয়েছে? না হলে শরীয়তের বিধান জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনাদের উক্ত চুক্তিটি সহীহ হয়নি। কারণ একজনের দোকান ও অন্যের মেশিন এবং স্থান মিলে যৌথ মূলধনী কারবার হয় না। সুতরাং যৌথ ব্যবসার মতো লাভের অংশ থেকে আপনার পাওনা ধার্য করা ঠিক হয়নি। এক্ষেত্রে সঠিক পদ্ধতি হল, দোকানের জন্য একটি ভাড়া ধার্য করা, যা মেয়াদান্তে পরিশোধ করতে হবে। চাই ব্যবসায় লাভ হোক বা না হোক।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাজাল্লা, মাদ্দাহ, পৃষ্ঠা: ১,৩৪৪
- শরহুল মাজাল্লা খালিদ আতাসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৬৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৮৪
আনুষঙ্গিক ফতোয়া
- একজনের মেশিন অপরজনের দোকান চুক্তিতে যৌথ ব্যবসা
- 'একজনের জায়গা অন্যজনের মেশিন' এই ভিত্তিতে যৌথ কারবার
- বাকি লেনদেনে নগদ মূল্যের চেয়ে কিছু বেশি দাম রাখা
- যৌথ ব্যবসায় মুনাফা নির্ধারণ
- লন্ড্রি দোকানে পার্টনারশিপ
- গার্মেন্টেসের জমি বিল্ডিং মেশিন ও কাপড়ের উপর যাকাত আসবে কি
- পিতা-মাতা একজন মুসলমান ও একজন কাফির হলে সন্তানের জানাযা
- যে সম্পদে যাকাত আসে বছর অতিক্রান্ত হওয়ার পর সে মালের যাকাত না দিয়ে তা বিক্রি করে দিলে যাকাত রহিত হবে কি না?