
প্রশ্ন
একটি কুরবানীর পশুতে কয়টি ভাগ দেওয়া যাবে
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানী করা জায়েয। অর্থাৎ কুরবানীর পশুতে এক সপ্তমাংশ বা এর অধিক যে কোন অংশে অংশীদার হওয়া জায়েয। এক্ষেত্রে ভগ্নাংশ- যেমন, দেড় ভাগ, আড়াই ভাগ, সাড়ে তিন ভাগ হলেও কোনো সমস্যা নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৭
- সহীহ মুসলিম, হাদীস নম্বর: ১,৩১৮
আনুষঙ্গিক ফতোয়া
- অংশীদারিত্বের কুরবানী
- হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা
- আঘাতপ্রাপ্ত পশু কোরবানি দেওয়া
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- সাতজনে মিলে এক বকরীতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানী দেয়ার হুকুম কী
- কোন কোন পশু দ্বারা কুরবানী আদায় হয়
- কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তির কুরবানির পশু মারা গেলে করণীয়
- শিং ছাড়া পশু কুরবানী দেওয়া