যাকাত-ফিতরা Fatwa Cover

একটি ফিতরা একাধিক ব্যক্তিকে দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা


প্রশ্ন

ভাইবোনসহ আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট পাঁচজন। সকলের সদাকাতুল ফিতর আমাদের পিতা নিজেই আদায় করে থাকেন। তিনি ফিতরার টাকাগুলো প্রত্যেক ফকীরকে ১৫/২০ টাকা হারে ভাগ করে দেন। হুজুরের নিকট আমার প্রশ্ন হল, এভাবে এক ফিতরা কয়েকজনকে ভাগ করে দেওয়া যাবে কি? নাকি এক সদাকাতুল ফিতরের পুরোটা এক ফকীরকে দেওয়া জরুরি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একটি ফিতরা একাধিক ব্যক্তিকেও দেওয়া জায়েয। তাই একেকজনকে ১৫/২০ টাকা করে দিলেও আদায় হয়ে যাবে। তবে একটি ফিতরা একজনকে দেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৭
  • হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ৩৯৫