
প্রশ্ন
ফরয নামায আদায় করার পর বড় জামা‘আত অনুষ্ঠিত হতে দেখলে, সে জামা‘আতে শরীক হতে পারবে কি-না? যদি পারে, তাহলে নফলের নিয়্যত করতে হবে, না ফরজের?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কেউ একাকী ফরজ নামায আদায় করার পর যদি ঐ নামাযের জামা‘আত হতে দেখে, তাহলে শুধুমাত্র যুহর ও ইশার জামা‘আত নফলের নিয়্যতে শরীক হওয়া তার জন্য মু্স্তাহাব হবে এবং এ সুরতে একাকী ফরজ পড়ার পর জামা’আতের সহিত আদায়কৃত তার নামায নফল হবে। ফজর, আসর এবং মাগরিব একবার আদায় করে থাকলে জামা‘আতে শরীক হতে পারবে না। কারণ, ফজর ও আসরের ফরযের পরে কোন নফল নামায পড়া যায় না। আর মাগরিবের পরে যদিও নফল পড়া যায়, কিন্তু মাগরিবের ফরজ যেহেতু তিন রাকা’আত, আর তিন রাকা’আত কোন নফল নামায নেই। তাই মাগরিবেও শরীক শরীক হতে পারবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯১
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া
- জামা‘আতের সাথে নফল পড়া
- আযানের পর নামাযের জন্য পুনরায় ডাকাডাকি করা
- তাহাজ্জুদ নামায জামাআতে পড়া
- কেবল মাত্র স্বামী-স্ত্রীর জামা‘আতবদ্ধ হয়ে নামায আদায়
- শরয়ী উযর ব্যতিত জামা‘আত তরক করা
- মুসল্লীদের অনুপস্থিতিতে ইমামের একাকী জামা‘আত করা
- একাকী নামায আদায়কারী ব্যক্তির পেছনে এসে কেউ ইক্তিদা করলে করনীয়