
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরআনে কারীমের মধ্যে যেখানে যেখানে এক আলিফ আছে তেমনিভাবে নামাযের তাকবীর ও আযান, ইকামতের মধ্যে যেই যেই স্থানে এক আলিফে আছে, সেখানে এক আলিফই টানতে হবে। কম বা বেশী করবে না। অনেক লোক আযানের মধ্যে বা তাকবীরে তাহরীমাতে বা সিজদায় যেতে এবং সিজদাহ্ থেকে দাঁড়াতে এক আলিফ মদকে ইচ্ছামত টানতে থাকে, এটা সহীহ্ নয়। নামাযের মধ্যে তাকবীরে তাহরীমার মদ্দ্ এবং রুকূ থেকে সিজদাহ্ ও দাঁড়ান থেকে সিজদায় যাওয়া বা সিজদাহ্ থেকে দাঁড়ানোর সময় তাকবীরের মদ্দ্ এক আলিফ থাকবে, দুই/তিন আলিফ লম্বা করবে না। তবে তারতীল ও হদরের বেশ-কম হবে অর্থাৎ, তাকবীরে তাহরীমার মধ্যে এক আলিফ মদ্দ্ হবে হদর বা তাড়াতাড়ি, আর রুকু থেকে সিজদাহ্ বা বসা থেকে সিজদায় এক আলিফ হবে দাওর এর সাথে অর্থাৎ, মধ্যম তরীকায়। এবং দাঁড়ান থেকে সিজদায় বা সিজদাহ্ থেকে দাঁড়ানোর সময় এক আলিফ হবে তারতীলের সাথে অর্খাৎ ধীরে ধীরে হবে। মূল মদ্দ্ সকল তাকবীরে এক আলিফই থাকবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৮৭
- শরহে মুকাদ্দামাতুল জাযরিয়াহ, পৃষ্ঠা: ৩২৮
- আন-নাফহাতুল আম্বারিয়াহ, পৃষ্ঠা: ৩২৭
- আল-মিনাহুল ফিকরিয়াহ, পৃষ্ঠা: ৭২
- নিহায়া, পৃষ্ঠা: ১২২
আনুষঙ্গিক ফতোয়া
- তাকবীরে তাহরীমায় এক আলিফের বেশী টানা
- আল্লাহু আকবারের “আল্লাহ” শব্দে মদ্দের পরিমান
- আযান-ইকামত ও নামাযের তরীকা
- আল্লাহ শব্দকে লম্বা করে না টানার কারণে মুক্তাদীগণের দ্বিধাগ্রস্ত
- ডলারের ব্যবসা করার হুকুম কি
- ফরেক্স ট্রেডিং (Forex Trading) এর শরয়ী হুকুম
- এক মাযহাব মানা মানে কি শুধু এক ব্যক্তিকে মানা
- রোযা অবস্থায় ইনহিলার ব্যবহার