
প্রশ্ন
আমার এক আত্মীয় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার পানি ব্যবহার করতে নিষেধ করেছেন। তাই তিনি নিজের কাছে একটি মাটির টুকরা রেখেছেন। প্রত্যেকবার এটা দিয়ে তায়াম্মুম করে নামায আদায় করেন। জানার বিষয় হল, এ পদ্ধতিতে তায়াম্মুম করা সহীহ হবে কি? প্রত্যেকবার তায়াম্মুমের জন্য নতুন মাটি নিতে হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মাটির একটি টুকরা দ্বারা যতবার ইচ্ছা তায়াম্মুম করা যায়। প্রত্যেকবার তায়াম্মুমের জন্য নতুন মাটি নেওয়ার প্রয়োজন নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১১
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৩
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৭
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪২
আনুষঙ্গিক ফতোয়া
- এক তায়াম্মুমে একাধিক ওয়াক্ত নামায পড়া
- তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারার কোন দলীল আছে কি?
- পাথর, কয়লা বা চুনা দ্বারা লেপা দেয়ালে তায়াম্মুম করা
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- বাসে বা ট্রেনে তায়াম্মুম
- লজ্জার কারনে ফরজ গোসল না করে তায়াম্মুম করা
- শরহে বেকায়ার কিতাবে মোহর হিসেবে মদ শুকর দেয়া জায়েজ বলা হয়েছে
- প্লেনে তায়াম্মুম করে নামায পড়া