নামায Fatwa Cover

এক নামাযীর সামনে থেকে সুতরা নিয়ে অন্য নামাযীর সামনে রাখা

মাসিক আল কাউসারনামায


প্রশ্ন

নামাযীর সামনে সুতরা স্থাপন না করলে তার সামনে দিয়ে যাওয়া নিষেধ। এখন কেউ যদি একজন নামাযী ব্যক্তির সামনে সুতরা রেখে অতিক্রম করার পর তা টান দিয়ে অন্য নামাযী ব্যক্তির সামনে দেয় তবে বিধান কী?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিশেষ প্রয়োজনে ঐভাবে অতিক্রম করা জায়েয হবে। তবে এতে নামাযীর মনোযোগ নষ্ট হতে পারে। তাই বিনা প্রয়োজনে এমন করবে না। উল্লেখ্য, নামাযী ব্যক্তির সামনে দিয়ে অন্যান্য মুসল্লি বা সাধারণ মানুষের চলাচলের সম্ভাবনা থাকলে নামায শুরুর আগে সুতরা সামনে রেখে নামাযে দাঁড়ানো সুন্নত।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১০৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৩১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৬