
প্রশ্ন
আমার একটা ছাগল আছে। সামনের ঈদে ১০/১১ মাস পূর্ণ হবে। আমার প্রশ্ন হল মোটাতাজা হওয়ার কারণে দেখতে ১ বছর ছাগলের মতো লাগলে। সামনের ঈদে কুরবানী দিতে পারব কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ছাগল কুরবানীর যোগ্য হওয়ার জন্য পূর্ণ এক বছর বয়স হওয়া জরুরি। এক বছরের কম বয়সের ছাগল মোটাতাজা হওয়ার কারণে দেখতে এক বছর বয়সী মনে হলেও তা দ্বারা কুরবানী জায়েয হবে না। অতএব প্রশ্নোক্ত ছাগল দ্বারা আগামী ঈদে কুরবানী সহীহ হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ মুসলিম, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৬
আনুষঙ্গিক ফতোয়া
- অংশীদারিত্বের কুরবানী
- হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা
- সাতজনে মিলে এক বকরীতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানী দেয়ার হুকুম কী
- আকীকায় নর ছাগল যবাই করা
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- এক কুরবানী পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যায় মর্মে সহীহ মুসলিমে হাদীস আছে
- কুরবানীর জন্তু তিন দিনের মধ্যে কুরবানী না করা
- পূর্ববর্তী বছরের অনাদায়কৃত কোরবানী পরবর্তী বছর আদায় করলে হবে কি