
প্রশ্ন
কোন মসজিদের মুআযযিন সাহেব যদি আযান দিয়ে অন্যত্র চলে যান, তাললে তিনি কি সেখানেই নামায পড়ে নিবেন? না যে মসজিদে আযান দিয়েছে, সেই মসজিদেই তার নামায আদায় করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুআযযিন যে মসজিদে আযান দিবেন, সেই মসজিদেই তার নামায আদায় করা উচিত। প্রয়োজন ব্যতীত এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করা উচিত নয়। তবে একান্ত প্রয়োজনে এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করায় কোন অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- তিরমিযী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৫০
- নাসাঈ শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৯
- আবূ দাউদ শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৯
- আরফুশ শাযী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫০
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৪
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদ ছেড়ে খানকায় নামায আদায়
- মসজিদে দানকৃত পণ্য মসজিদে নিলামে বিক্রি
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদের ভিতরে আযান দেওয়া উত্তম না বাইরে
- একাধিক আযানের জবাব দিতে হবে কি-না ?
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- জুম‘আর খুৎবার পূর্বে প্রচলিত ওয়ায ও ওয়াযের সময় দুখুলুল মসজিদ নামায আদায়
- এতেকাফ অবস্থায় আযান দেওয়া