মসজিদ-মাদ্রাসার বিধান Fatwa Cover

এক মসজিদে একাধিক তারাবির জামাত

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান


প্রশ্ন

কোনো মসজিদে একবার তারাবী হয়ে গেলে পুনরায় তারাবীর জামাত করা সহীহ কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে তারাবীর দ্বিতীয় জামাত করাও মাকরূহ।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩৪
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪০৮