
প্রশ্ন
জনৈক ব্যক্তি রমযানের প্রথম রোযার দিন এই নিয়ত করে যে, আমি পূর্ণ এক মাসের রোযা রাখার নিয়ত করলাম। জানার বিষয় হল, উক্ত ব্যক্তির এই নিয়তের দ্বারা পূর্ণ এক মাসের রোযা আদায় হবে কি না? রমযান মাসে আমরা সেহরী খাই কিন্তু রোযার নিয়ত করি না। সেহরী খাওয়ার দ্বারাই কি রোযার নিয়ত হয়ে যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রমযান মাসের প্রত্যেক রোযার জন্য প্রতিদিন পৃথক পৃথক নিয়ত করা শর্ত। এক সাথে পুরো মাসের নিয়ত করা যথেষ্ট নয়। তবে রোযার উদ্দেশ্যে সেহরী খাওয়াও রোযার নিয়তের অন্তর্ভুক্ত। মৌখিক নিয়ত করা জরুরি নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২
- ফাতাওয়া হিন্দিয়, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৫
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২০০
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫১
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৫৯
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৫
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৪৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৫৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৭৯
আনুষঙ্গিক ফতোয়া
- রোযার নিয়্যতের সময়সীমা
- শাওয়ালের ছয় রোযায় কাযা রোযার নিয়্যত
- অসুস্থ্য ব্যক্তি রোযার মাসের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করে দিতে পারবে কি
- রোযা অবস্থায় ইনজেকশন নেওয়া বা নিম, পেষ্ট দিয়ে দাঁত মাজা
- রমজানের রোযার নিয়ত কতক্ষণ পর্যন্ত করা যায়
- রোজার নিয়তের হুকুম
- দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করা
- যে কারণে মূসা আ. আযরাঈল আ.-কে চপেটাঘাত করেন