
প্রশ্ন
জনৈক ব্যক্তি যোহরের ফরয নামাযের প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা করতে ভুলে যায়। তৃতীয় রাকাতে রুকুর পর স্মরণ হওয়ার সাথে সাথে তা আদায় করে নেয়। এরপর যথা নিয়মে বাকি নামায শেষ করে। তবে কোনো সাহু সিজদা করেনি। আমার জানার বিষয় হল, ওই ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে কি? হলে সেই নামাযের হুকুম কী? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় সিজদা যথাসময়ে আদায় না করার কারণে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। কিন্তু সে যেহেতু সাহু সিজদা করেনি তাই উক্ত নামাযটি পুনরায় আদায় করা ওয়াজিব।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ২৯৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০০
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১০
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৮
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৬
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭০
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৫৬
আনুষঙ্গিক ফতোয়া
- চার রাকাত নামাযের নিয়ত করে করে দুই রাকাত আদায়
- ইমামের সাথে মাগরিব নামাজ এক রাকাত পাওয়ার পর ভুলে দ্বিতীয় রাকাতে না বসলে
- তারাবীহের নামাযে প্রথম বৈঠকে না বসে এক সাথে চার রাকাত পড়ে ফেললে কি করণীয়
- তারাবীর নামাযে দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে গেলে করনীয়
- ফরজ নামাযের দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে তৃতীয় রাকাতে মিলিয়ে নেওয়া
- মুসাফিরের নামাযে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয়
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি
- মাসবুকের নামাজে ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা