হেবা-ফারায়েজ Fatwa Cover

এক স্ত্রী দুই ছেলে একজন বিবাহিত মেয়ের মাঝে মিরাস কিভাবে বন্টিত হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহেবা-ফারায়েজ


প্রশ্ন

মৃত ব্যক্তি তার ১জন স্ত্রী, ২জন ছেলে ও ১জন বিবাহিতা মেয়ে রেখে মারা যান। তার সম্পত্তি কিভাবে বন্টিত হবে।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি যা উল্লেখ করেছেন বিষয়টি যদি তাই হয়। অর্থাৎ মৃত ব্যক্তি কেবল তার একজন স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা গিয়ে থাকে। আর কোন নিকত্মীয় যেমন পিতা-মাতা ইত্যাদি তথা যারা ওয়ারিস পেতে পারে এমন কেউ যদি আর না থাকে, তাহলে সমাধান হল এই যে, প্রথমে মৃত ব্যক্তির দাফন কাফন এবং তারপর তার ঋণ পরিশোধ করবে। তারপর ওয়ারিস পায় না এমন কারো জন্য যদি মৃত ব্যক্তি ওসীয়ত করে যায়, তাহলে বাকি পূর্ণ সম্পদের তিনভাগ থেকে ওসীয়ত পূর্ণ করবে। তারপর যা সম্পদ থাকবে তার পূর্ণ সম্পত্তিকে আট ভাগ করে এর একভাগ দেয়া হবে স্ত্রীকে। তারপর বাকি সম্পদকে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ মেয়েকে আর বাকি চার ভাগের মাঝ থেকে দুই ভাগ এক ছেলেকে আর দুই ভাগ অন্য ছেলেকে দেয়া হবে। وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ • স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। (সূরা নিসা-১২) يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ • আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। (সূরা নিসা-১১)

- والله اعلم باالصواب -