
এক স্ত্রী দুই ছেলে একজন বিবাহিত মেয়ের মাঝে মিরাস কিভাবে বন্টিত হবে
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•হেবা-ফারায়েজ•
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনি যা উল্লেখ করেছেন বিষয়টি যদি তাই হয়। অর্থাৎ মৃত ব্যক্তি কেবল তার একজন স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা গিয়ে থাকে। আর কোন নিকত্মীয় যেমন পিতা-মাতা ইত্যাদি তথা যারা ওয়ারিস পেতে পারে এমন কেউ যদি আর না থাকে, তাহলে সমাধান হল এই যে, প্রথমে মৃত ব্যক্তির দাফন কাফন এবং তারপর তার ঋণ পরিশোধ করবে। তারপর ওয়ারিস পায় না এমন কারো জন্য যদি মৃত ব্যক্তি ওসীয়ত করে যায়, তাহলে বাকি পূর্ণ সম্পদের তিনভাগ থেকে ওসীয়ত পূর্ণ করবে। তারপর যা সম্পদ থাকবে তার পূর্ণ সম্পত্তিকে আট ভাগ করে এর একভাগ দেয়া হবে স্ত্রীকে। তারপর বাকি সম্পদকে পাঁচ ভাগে ভাগ করে এক ভাগ মেয়েকে আর বাকি চার ভাগের মাঝ থেকে দুই ভাগ এক ছেলেকে আর দুই ভাগ অন্য ছেলেকে দেয়া হবে। وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّن بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَوْ دَيْنٍ ۗ • স্ত্রীদের জন্যে এক-চতুর্থাংশ হবে ঐ সম্পত্তির, যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তাদের জন্যে হবে ঐ সম্পত্তির আট ভাগের এক ভাগ, যা তোমরা ছেড়ে যাও ওছিয়্যতের পর, যা তোমরা কর এবং ঋণ পরিশোধের পর। (সূরা নিসা-১২) يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ ۚ • আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেনঃ একজন পুরুষের অংশ দু’জন নারীর অংশের সমান। (সূরা নিসা-১১)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্ত্রী ও বড় ভাইয়ের ছেলে মেয়ের মাঝে সম্পদ কিভাবে বন্টিত হবে
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- এক সন্তানকে মৌখিকভাবে দিয়ে দেওয়া সম্পত্তি মিরাসে বন্টন