
প্রশ্ন
এন্ডোসকপি নামক একটি মেডিকেল টেষ্ট আছে, যার দ্বারা মুখের ভিতর দিয়ে পাইপ পেটে প্রবেশ করানো হয়, এখন প্রশ্নহল, এন্ডোসকপি করানোর দ্বারা কি রোগীটির অজু ভেঙ্গে যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, এন্ডোসকপি করানোর দ্বারা রোগীটির অজু ভেঙ্গে যাবে। কারণএন্ডোসকপির পাইপটি পাকস্থলি পর্যন্ত পৌঁছে। আর পাকস্থলি হল নাপাকের স্থান। তাই এন্ডোসকপির পাইপটি বের করার সময় যদিও তা পরিস্কার দেখা যায়, কিন্তু তাতে নাপাক থাকা অস্বাভিক নয়। তাই অজু ভেঙ্গে গেছে বলেই ধর্তব্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- بدائع الصنائع, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫
আনুষঙ্গিক ফতোয়া
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়
- গোসল করার পর নামায পড়ার জন্য নতুন করে অজু করা কি জরুরী
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- তাশাহুদ শেষ করার পর সালাম ফিরানোর আগে অজু ভেঙ্গে গেলে নামাযের হুকুম কি
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম
- ওজু ছাড়া কুরআন তিলাওয়াত করার হুকুম কি