হজ্জ Fatwa Cover

এহরাম অবস্থায় পশম উঠে আসলে করণীয়

মাসিক আল কাউসারহজ্জ


প্রশ্ন

আমি ইহরাম অবস্থায় একদিন পায়ের গোছা খুব চুলকিয়েছিলাম। এতে আমার পায়ের ৬-৭টা পশম পড়ে যায়। এতে কি কোনো কাফফারা দিতে হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ কারণে আপনার উপর একটি ফেতরা পরিমাণ খাদ্য-শস্য বা তার মূল্য সদকা করা ওয়াজিব এবং তা হেরেম এলাকার গরীবদেরকে দেওয়া উত্তম।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪২২
  • মানাসিক মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ৩২৭
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৫৬