
প্রশ্ন
আমি গত বছর হজ্বে গিয়েছিলাম। ইহরাম অবস্থায় একদিন হোঁচট খেয়ে পড়ে যাই। ফলে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নখটির বেশিরভাগ ভেঙ্গে যায়। ওটা ঝুলে থাকায় খুব কষ্ট হচ্ছিল। তাই কেটে ফেলে দিই। এতে কি আমার উপর কোনো দম বা সদকা ওয়াজিব হয়েছিল? কুরআন-হাদীসের আলোকে জানাবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইহরাম অবস্থায় ভেঙ্গে যাওয়া নখ কেটে ফেলার অনুমতি আছে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ভাঙ্গা নখটি কেটে ফেলার কারণে আপনার উপর কোনো কিছু ওয়াজিব হয়নি। এক বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, ইহরাম অবস্থায় নখ ভেঙ্গে গেলে কেটে ফেলবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ৮, পৃষ্ঠা: ৫৩
- মুয়াত্তা মালেক, পৃষ্ঠা: ১৩৯
- কিতাবুল আছল, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৩৬
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৯
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৪২৫
আনুষঙ্গিক ফতোয়া
- জিম্মায় কাযা আছে ভেবে শুরু করা রোজা ভেঙে ফেলা
- এক মুহরিম ব্যক্তি অপর মুহরিম ব্যক্তির চুল কাটতে পারবে কি না
- ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ
- ইহরাম ছাড়া জেদ্দায় প্রবেশে করণীয়
- ইহরাম অবস্থায় সুগন্ধী ফল খাওয়া ও তার ঘ্রাণ লওয়া
- মুহরিম ব্যক্তির হালাল হওয়ার জন্য কতটুকু চুল কাটতে হবে
- রোজা রেখে সফরের ওজরে ভাঙ্গা যাবে কিনা
- ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার