
প্রশ্ন
আমাদের মহল্লার মসজিদে রমযান মাসে অনেক সময় গরমের কারণে তারাবীর নামায পড়া কষ্টকর হয়ে যায়। তখন মসজিদের ছাদে ঠাণ্ডা বাতাস প্রবাহিত হয়। এ অবস্থায় আমাদের জন্য মসজিদ ছেড়ে ছাদে গিয়ে তারাবীহর নামায পড়া জায়েয হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জামাতে নামায আদায়ের ক্ষেত্রে নিয়ম হল, মসজিদের ভিতরে মূল অংশে তা আদায় করা। বিনা ওজরে বা সামান্য ওজরে মসজিদের মূল অংশ খালি রেখে ছাদে জামাত করা অনুচিত। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে সামান্য গরমের কারণে আপনাদের জন্য মসজিদ ছেড়ে ছাদে গিয়ে তারাবীহর জামাত করা ঠিক হবে না। তবে যদি গরম এত বেশি হয় যে, দীর্ঘ সময় ধরে নামায পড়তে গিয়ে মুসল্লীদের নামাযে একাগ্রতা ব্যাহত হওয়ার আশংকা থাকে তাহলে সেক্ষেত্রে মসজিদের ছাদে গিয়ে তারাবীহর জামাত করা যেতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৫
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩০
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৭০
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪১০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২২
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৫৬
- জামেউর রুমূয, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৮
আনুষঙ্গিক ফতোয়া
- ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- লকডাউনের কারণে মসজিদে একাধিক জামাত পড়ার হুকুম
- করোনা মহামারীর কারণে লকডাউন অবস্থায় জুমআ ও যোহর আদায় সম্পর্কে যা জানা জরুরী
- ঘড়ির সময়সুচি মেনে মসজিদে জামাত করা এবং রাসূলের সুন্নত
- আযান না দিয়ে জামাতে নামাজ আদায়
- জামাতের সাথে নফল নামায আদায়
- কোন কোন ফিরকা বাতিল বলে গণ্য হবে?