
প্রশ্ন
শীতকালে আমার হাত-পা ফেটে যায়। তাই শীতকাল এলে হাত-পায়ে বেশি করে তেল বা লোশন মাখতে হয়। জানার বিষয় হল, অযু করার সময় যেহেতু পানি তেল লোশনের উপর দিয়ে প্রবাহিত হয় তাই এতে কি অযু শুদ্ধ হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, তেল বা লোশন ব্যবহারের পর তৈলাক্ত অঙ্গসমূহে স্বাভাবিকভাবে পানি পৌঁছালেই অযু হয়ে যাবে। তৈলাক্ততা দূর করে পানি পৌঁছানো জরুরি নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫৪
- ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা: ৭০
আনুষঙ্গিক ফতোয়া
- উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে
- ওযুর অঙ্গে ব্যান্ডেজ থাকলে করনীয়
- রোযাদার ব্যক্তি পানিতে বায়ু ত্যাগ করলে তার হুকুম
- গুপ্তাঙ্গে তরল পদার্থ জমা থাকলে উযু ভাঙ্গবে কি-না ?
- কাপড় বা শরীরে প্রস্রাব লাগলে করণীয়
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- পবিত্রতা ঈমানের অঙ্গ না পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
- সরিষার বিনিময়ে সরিষার তেল আদানপ্রদান