
প্রশ্ন
শীতকালে অনেককে দেখা যায় অযুর পূর্বে প্রথমে পা ভিজিয়ে নেয়। এটা কেমন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শীতকালে শুষ্কতার কারণে চামড়ার ভাঁজে সহজে পানি পৌঁছে না। পা ভিজিয়ে নিলে ধোয়া সহজ হয়। তাই সতর্কতামূলক আগে পা ভিজিয়ে নেওয়া বা পানি ছিটিয়ে দেওয়া ভালো। এতে দোষের কিছু নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৭
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৯
- ইলাউস সুনান, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৩
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩১
আনুষঙ্গিক ফতোয়া
- ওযুর পূর্বে পা ভিজিয়ে নেওয়া
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে
- ওযুর পর কালিমায়ে শাহাদাত পড়া
- প্রস্রাব হতে জায়গা পাক করার পদ্ধতি
- নামাজে হাসলে যদি পাশের মানুষ শুনতে পায় দ্বিতীয় কাতারের মানুষ শুনতে না পায়
- ব্যবহৃত পানি দ্বারা অজু করা
- গর্দান মাসাহ করা কি বিদ‘আত?