
প্রশ্ন
অযুর পর কালেমায়ে শাহাদাত পড়া কী? এতে কি কোনো ফযীলত আছে? অনেককে আবার কালেমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকাতে দেখা যায়। এটার হুকুমও জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অযুর পর কালেমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন-অর্থঃ ‘যে ব্যক্তি উত্তমরূপে অযু করার পর ‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু’ বলবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। (সহীহ মুসলিম ১/১২২) অন্য এক বর্ণনায় কালেমায়ে শাহাদাত পড়ার সময় আকাশের দিকে তাকানোর কথাও আছে। তাই সম্ভব হলে এর উপর আমল করাও ভালো।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩
- মুসনাদে আহমদ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৪
- সুনানে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮
- মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: ১৫, পৃষ্ঠা: ৪২৩
আনুষঙ্গিক ফতোয়া
- সমগ্র আসমান জমিন এক পাল্লায় কালিমায় শাহাদাত আরেক পাল্লায় রাখলে কালিমার পাল্লা ভারি হবে
- কালিমায়ে তায়্যিবায় ‘ওয়াও’ না থাকা স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর শাহাদাত বরণ ও জানাযা
- ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?
- উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে
- হযরত মুসআব ইবনে উমায়ের এবং হযরত আনাস বিন নযর রা. -এর শাহাদাত বরণ
- ওযুর পূর্বে পা ভিজিয়ে নেওয়া