
প্রশ্ন
আমি কিছুদিন পূর্বে গুরুতর আহত হয়েছি। এতে হাতসহ বিভিন্ন জায়গা যখম হয়েছে। হাতের যখম সব সময় ব্যান্ডেজ করা থাকে। তাই অযুর সময় ব্যান্ডেজের উপর মাসাহ করি। এক ঘন্টা পর পর ব্যান্ডেজ পরিবর্তন করতে হয়। জানতে চাই, ব্যান্ডেজ খোলার কারণে কি অযু ভেঙ্গে যায়? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যখম ভালো হওয়ার আগে ব্যান্ডেজ খুলে গেলে বা খোলা হলে অযু বা মাসাহ কিছুই নষ্ট হয় না। তবে এক্ষেত্রে ব্যান্ডেজ পরিবর্তনের পর পুনরায় মাসাহ করে নেওয়া উত্তম। হ্যাঁ, ক্ষত ভালো হয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খুলে গেলে বা খোলা হলে পূর্বের মাসাহ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ক্ষতস'ান ধুয়ে নিলেই পূর্বের অযু বহাল বলে গণ্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬১
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৮
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৯১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৬
- হাশিয়া তহতাবী আলাদ্দুর, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৩
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৯
- আলমাজমূ’ শরহুল মুহাযযাব, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩২৭
আনুষঙ্গিক ফতোয়া
- ওযুর অঙ্গে ব্যান্ডেজ থাকলে করনীয়
- ওযু-গোসলের ক্ষেত্রে ব্যান্ডেজ থাকলে করণীয়
- অজুর অঙ্গে ব্যন্ডেজ থাকলে করণীয়
- ব্যান্ডেজের উপর মাসাহ করা ব্যক্তির পেছনে সুস্থ ব্যক্তির নামায
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- ওযুর পূর্বে পা ভিজিয়ে নেওয়া
- উযুর পানির ছিটা অন্যের গায়ে লাগলে
- ওযুর পর কালিমায়ে শাহাদাত পড়া