
প্রশ্ন
ওয়াকফ বিহীন মসজিদে কি জুম‘আর নামায পড়া যায়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরয়ী মসজিদের জন্য জমি ওয়াকফকৃত হওয়া জরুরী। মৌখিকভাবে ওয়াকফ হোক বা লিখিতভাবে ওয়াকফ হোক। ওয়াকফকৃত জায়গা ছাড়া মসজিদ হলে, সেটা শরয়ী মসজিদ হবে না, তবে মালিক থেকে অনুমতি নিয়ে মসজিদ তৈরী করলে, সেটা নামাযের ঘর হবে এবং সেখানে জুম‘আ বা অন্য যে কোন নামায বিনা দ্বিধায় পড়া যাবে এবং জামা‘আতের সাওয়াব হাসিল হবে। তবে সেখানে শরয়ী মসজিদের জামা‘আতের ন্যায় সওয়াব হাসিল হবে না। উল্লেখ্য, মালিক যদি কখনও উক্ত নামায ঘর সরিয়ে নেয়ার আদেশ দেয় তাহলে উক্ত মসজিদ সরিয়ে নেয়া জরুরী।
- والله اعلم باالصواب -
সুত্র
- ইমদাদুল মুফতীন, পৃষ্ঠা: ৭৭১
আনুষঙ্গিক ফতোয়া
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা
- জুম‘আর নামাযের জন্য সায়ী করা
- মসজিদের জন্য জমি ওয়াকফ করা
- মক্তবের জন্য ওয়াকফকৃত স্থানে মসজিদ নির্মাণ
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?
- ওয়াকফকারী ব্যক্তি জুমআ আদায়ে বাঁধা দিলে জুমআ পড়ার জন্য আরেকটি মসজিদ করা যাবে কি
- তাহিয়্যাতুল উযু ও দুখূলুল মসজিদের হুকুম
- জুম‘আর খুৎবার পূর্বে প্রচলিত ওয়ায ও ওয়াযের সময় দুখুলুল মসজিদ নামায আদায়