
প্রশ্ন
এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু সিজদা না করেই নামায শেষ করে। এমতাবস্থায় তার নামায কি শুদ্ধ হয়েছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত সিজদা করার কারণে ঐ ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না করার কারণে তাকে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আছল, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪২
- মাবসূত, সারাখসী, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৮
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০৮
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০১
- মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নম্বর: ৩,৫২৪
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে সেজদার তেলাওয়াতের পর যথাসময়ে সেজদা না করলে করনীয়
- ভুলে বৈঠক করলে কখন সাহু সিজদা ওয়াজিব হয়
- মাসবুকের দাঁড়ানোর পর ইমাম সাহু সেজদায় গেলে করণীয়
- ইমাম অতিরিক্ত সিজদা করলে করণীয়
- ইমাম ভুলবশত তিনটি সিজদা করলে করণীয়
- নামাযের মধ্যে একটি সিজদা ভুলে গেলে
- মুক্তাদির ভুলের কারনে সাহূ সেজদা ওয়াজিব হবে কিনা
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা