নামায Fatwa Cover

ওয়াজিব সাহু সিজদা না দিয়ে নামায শেষ করলে করণীয়

মাসিক আল কাউসারনামায


প্রশ্ন

এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু সিজদা না করেই নামায শেষ করে। এমতাবস্থায় তার নামায কি শুদ্ধ হয়েছে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত সিজদা করার কারণে ঐ ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না করার কারণে তাকে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ২৪২
  • মাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ২২৮
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩০৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০১
  • মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নম্বর: ৩,৫২৪