
প্রশ্ন
কোন হজ্জ আদায়কারী ১২ই যিলহজ্জ কংকর মেরে মিনা ত্যাগ করে মক্কা আসতে পারবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রকাশ থাকে যে, কোন হাজী যদি ১২ই যিলহজ্জ মিনা থেকে মক্কা আসতে চায়, তাহলে তার জন্য উত্তম হল-সূর্য ডুবার আগেই চলে আসা। কেননা, সূর্যাস্তের পর থেকে ১৩ই যিলহজ্জ সুবহে সাদিকের পূর্বে পর্যন্ত মিনা থেকে চলে আসা মাকরূহ। তবে দম দেয়া লাগবে না। কিন্তু ১৩ই যিলহজ্জ সুবেহ সাদিকের পর মিনায় থাকলে কংকর না মেরে আসা জায়িয হবে না। কেউ আসলে দম দেয়া জরুরী।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫২
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫২২
আনুষঙ্গিক ফতোয়া
- মেয়েদের মিনা থেকে মক্কা প্রত্যাবর্তন
- ওজনের কারণে কংকর নিক্ষেপ করতে না পারলে করণীয়
- দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করা
- অন্যকে দিয়ে রমী করানো ও সূর্যোদয়ের পূর্বে বা সূর্য ডোবার পরে রমী করা
- হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব
- হজ্জে কংকর নিক্ষেপ, কুরবানী ও মাথা মুণ্ডানোর ধারাবাহিকতা
- হাজীদের জন্য কুরবানী করার নিয়ম
- ১২ই রবিউল আউয়ালে উৎসব করা