
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কবরের উপরে বা কবরের পার্শ্বে বাতি দেয়া শরী‘আতে কুসংষ্কার বলে আখ্যায়িত হয়েছে। বস্তুতঃ এটা হিন্দুয়ানী প্রথা- যা অগ্নিপূজক পৌত্তলিকদের সাদৃশ্য। এ কারণে হাদীস শরীফে এ ব্যাপরে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, “রাসূলুল্লাহসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ঐ সমস্ত লোকদেরকে অভিসম্পাত করেছেন, যারা কবর যিয়ারতের জন্য কবরস্থানে উপস্থিত হয় এবং ঐ সমস্ত লোকদের, যারা কবরের উপর সৌধ তৈরী করে ও বাতি প্রজ্জ্বলিত করে। অন্য এক হাদীসে হযরত আয়িশা রা. থেকে বর্ণিত আছে, রাসূল্লাহসাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে এমন কিছু আবিষ্কার করে, যা ইসলামের মধ্যে নেই, তাহলে তা গর্হিত।” সুতরাং কবরে বাতি দেয়া জঘন্য অপরাধ ও কুসংস্কার। তাই এ থেকে নিজেও বেঁচে থাকতে হবে এবং মুসলমানদেরও সতর্ক করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ৮৭
- আবূ দাউদ শরীফ, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৬১
- নাসাঈ শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ২২২
- মিশকাত শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৭১
- রাহে সুন্নাত, পৃষ্ঠা: ১৯২