
প্রশ্ন
আমার একটি দোকান আছে। আমি বিভিন্ন পণ্য পাইকারি ক্রয় করে খুচরা মূল্যে বিক্রি করি। ইদানীং একটি শ্যাম্পু কোম্পানি দুই শত টাকার এক বোতল শ্যাম্পু ক্রয় করলে একটি ডাভ সাবান ফ্রি দেয়। বোতলের গায়ে একটি স্টিকারে সাবান ফ্রি লেখা থাকে। সাবানটির মূল্য ৫০/-টাকা। আমি স্টিকার উঠিয়ে শ্যাম্পুটি বিক্রি করি ২০০/-টাকায়। আর সাবানটি বিক্রি করি ৫০/-টাকায়। আমার জন্য উক্ত কাজটি বৈধ হচ্ছে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাজটি অবৈধ। কারণ কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য ঠিক রেখে ক্রেতার অগোচরে পণ্যের পরিমাণ কমিয়ে দেওয়া বা অংশবিশেষ রেখে দেওয়া প্রতারণার শামিল। প্রতারণার মাধ্যমে মূল্যেও বৃদ্ধি ঘটছে। ৫০০ মি.লি. শ্যাম্পুর বোতল থেকে ১০০ মি. লি. কমিয়ে দিয়ে গায়ের মূল্যে বিক্রি করা যেমন স্পষ্ট প্রতারণা তেমনি সাবান ফ্রির স্টিকার উঠিয়ে সাবান রেখে দিয়ে শ্যাম্পুর গায়ের মূল্যে বিক্রি করাও প্রতারণা। অতএব এ ধরনের কাজ থেকে বিরত থাকা আবশ্যক।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ২২
- আলগারার ওয়া আছারুহু ফিল উকূদ, পৃষ্ঠা: ৫৯
- আলমুসুআতুল ফিকহিয়্যাহ, খন্ড: ৯, পৃষ্ঠা: ৫১
আনুষঙ্গিক ফতোয়া
- বিক্রিকৃত পণ্য অন্যত্র বিক্রি করে দেবার শর্তে ক্রয়-বিক্রয় করার বিধান কী
- ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতার পণ্য বিক্রি করে ঋণ পরিশোধ
- নির্দিষ্ট টাকার অতিরিক্ত মূল্যে বিক্রি করতে পারলে অতিরিক্ত অংশটা বিক্রেতার এধরনের চুক্তি শরীয়ত সম্মত কিনা
- পণ্য ক্রয় করে ক্রেতার কাছেই রেখে দেয়ার শর্তে ক্রয় বিক্রয়ের হুকুম কি
- পণ্যের মূল্য নির্ধারণ না করে বাকি বিক্রি করা
- বায়ারের সাথে চুক্তির অতিরিক্ত উৎপন্ন পণ্যের মালিকানা
- ওয়ারেন্টি ও গ্যারান্টির সাথে বিক্রি করা
- বাকি বিক্রির ক্ষেত্রে অধিক মূল্য নেওয়া