
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যখন কোন ব্যক্তি ৪৮ মাইল দূরত্বের সফরের নিয়্যাত করে নিজ এলাকা থেকে বের হয়ে যায়, তখন থেকেই শরীআতের দৃষ্টিতে সে মুসাফির হিসেবে গণ্য হয়।গন্তব্যস্থলে পৌঁছার পূর্বে বা সেখানে পৌঁছে পনের দিন বা তার অধিক কাল থাকার নিয়ত করার পূর্ব পর্যন্ত এবং পুনরায় নিজের বাসস্থানে পৌঁছার পূর্ব পর্যন্ত তাকে নামায কসর পড়তে হবে। এই কসর আমাদের মাযহাব মতে ওয়াজিব। সুতরাং আপনি যদি ঢাকায় সপরিবারে স্থায়ীভাবে বসবাস করার নিয়ত করে থাকেন এবং মাঝে মাঝে গ্রামের বাড়ীতে যান এবং সেটাকেও নিজ বাড়ী হিসেবে বহাল রাখেন, অর্থাৎ ভবিষ্যতে সেখানে বসবাসের ইচ্ছা থাকে, তাহলে উভয়টিই আপনার জন্য ওয়াতনে আসলী। আর যদি ঢাকাতে একা অবস্থান করে ব্যবসা বাণিজ্য বা চাকুরী ইত্যাদি করেন এবং প্রথম একবার একটানা পনের দিন ঢাকাতে অবস্থান করে থাকেন, সেক্ষেত্রে ঢাকা আপনার জন্য ওয়াতনে ইকামত গণ্য হবে। সুতরাং ঢাকা থেকে সরাসরি চাঁদপুরে গিয়ে নামায কসর পড়া যেমন ঠিক হয়েছে, তেমনি গ্রামের বাড়িতে গিয়েও পূর্ণ নামায পড়া যথার্থ হয়েছে। যদি বাড়ী হতে ঢাকায় ফেরার নিয়তে বের হয়ে পথে নানার বাড়ীর হয়ে আসেন, তাহলে সেখানে নামায কসর পড়বেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আর বাহরুর রায়িক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩৬
- আদ দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৩
- মাসায়িলে সফর, পৃষ্ঠা: ১০১
আনুষঙ্গিক ফতোয়া
- কসর নামাযের কাযা আদায়
- ইচ্ছে পূর্বক কসর আদায় না করলে
- হজ্জে কসর নামায
- যোহর ও আসরের নামাযের কাযা আদায়ে ধারাবাহিকতা
- আরাফাতের ময়দানে যুহর ও আসর নামায পড়ার নিয়ম
- আসর নামাযের কাযা ফজর নামাযের আগে আদাই করা যাবে আসর নামাযের কাযা কি মাগরিব নামাযের আগে আদায় করা যাবে
- প্রথম বৈঠক তরক করলে
- সফরের সময় যদি দূরত্ব নিয়ে সন্দেহ থাকে তবে কসর নামায পড়া কী ঠিক হবে