
প্রশ্ন
আমাদের বাসায় কাজের লোক কাজ করতে গিয়ে মাঝেমধ্যে কাঁচের গ্লাস, কাপ ইত্যাদি ভেঙ্গে ফেলে। এ কারণে তাদের উপর ক্ষতিপূরণ আরোপ করা যাবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাজের লোক ইচ্ছাকৃতভাবে কোনো বস্ত্ত নষ্ট করলে কিংবা তার কোনো ত্রুটির কারণে নষ্ট হলে ক্ষতিপূরণ নেওয়া বৈধ। কিন্তু নষ্ট হওয়ার পিছনে যদি তার ত্রুটি না থাকে তবে ক্ষতিপূরণ নেওয়া জায়েয হবে না। বিখ্যাত তাবেয়ী মুহাম্মাদ ইবনে সিরীন রাহ. শ্রমিকের উপর ঐ সময় ক্ষতিপূরণ আরোপ করতেন যখন শ্রমিকের ত্রুটি প্রমাণিত হত।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মাজাল্লাহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০১
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭০
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নম্বর: ২০,৮৬৭
আনুষঙ্গিক ফতোয়া
- ইচ্ছেকৃত রোযা ভঙ্গ করলে কাযা আবশ্যক না কাফফারা
- মেয়েদের চুল কাটা প্রসঙ্গে
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম
- কাযা রোজা কোনো শরয়ী কারণ ছাড়া ভেঙ্গে ফেললে করণীয়
- একাধিক রোযার কাফফারা কয়টি আদায় করতে হয়
- কসম করার পর তা ভেঙ্গে ফেললে কাফফারা কিভাবে আদায় করবে
- রোযা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা ও তার কাযা, কাফফারা
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে