
প্রশ্ন
একব্যক্তি কাপড়ের মোজার উপর চামড়ার মোজা পরিধান করে তার উপর মাসহ করে। তার মাসহ কি সঠিক হয়েছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, কাপড়ের মোজার উপর চামড়ার মোজা পরিধান করলেও মাসহ করা জায়েয। অবশ্য চামড়ার মোজা পায়ের সাথে এঁটে থাকতে হবে এবং এতে অন্যান্য শর্তও থাকতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মুনয়া, পৃষ্ঠা: ১১২
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৯