
প্রশ্ন
এক ব্যক্তি দু’বছর পূর্বে তার এক আত্মীয়ের বদলী হজ্ব করেছে। তখন তার উপর হজ্ব ফরয ছিল না। এখন তার কাছে হজ্ব করার মতো টাকা-পয়সা আছে। হজ্ব করার সামর্থ্য আছে। জানার বিষয় এই যে, এখন কি তাকে হজ্ব করতে হবে, না পূর্বে যে বদলী হজ্ব করেছিল তাই তার জন্য যথেষ্ট হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাকে এখন নিজের ফরয হজ্ব আদায় করতে হবে। অন্যের বদলী হজ্ব করার দ্বারা নিজের ফরয হজ্ব আদায় হয় না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৫
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৭
- মাবসূত সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৪৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৮
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭৩
- হেদায়া, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯৭
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৪৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৫
- ফাতহুল কাদীর, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬৮
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০২
আনুষঙ্গিক ফতোয়া
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- হাদিয়ার টাকায় হজ্জ করার দ্বারা ফরজ হজ্জ আদায় হয় কিনা?
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- অসুস্থতার কারনে কাউকে দিয়ে বদলি হজ্জ করানোর পর সুস্থ হলে হজ্জ করা জরুরী কিনা