
প্রশ্ন
কোন একটি বিষয়কে সামনে রেখে নফল নামাজ মানত করা কি জায়েজ আছে? যেমন ভবিষ্যতে কোন একটি বিষয়ে সফল হলে আমি শুকরিয়া স্বরূপ ৪ রাকাত বা ৮ রাকাত নামাজ পড়বো। এইভাবে কি মানত করা যায়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উদ্দিষ্ট কাজটি যদি জায়েজ কাজ হয়, তাহলে নফল নামায পড়ার মান্নত করলে উক্ত মান্নতটি সহীহ হয়ে যাবে। মান্নতকৃত কাজটি সম্পন্ন হয়ে গেলে মান্নতকৃত নামায ব্যক্তির উপর আদায় করা আবশ্যক।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতওয়ায়ে শামী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৫১৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২২৮
- ফাতওয়ায়ে তাতারখানিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৮১