
প্রশ্ন
কালিমা তাইয়্যিবার সঙ্গে দরূদ পড়া যাবে কি? এ বিষয়ে দুই ধরনের বক্তব্যই শুনতে পাওয়া যায়।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দরূদ শরীফ কালিমা তাইয়্যিবার অংশ নয়। কালিমা তাইয়্যিবা হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম উচ্চারণ করলে দরূদ পড়তে হয় এই নিয়ম হিসাবে কালিমা তাইয়্যিবার পর দরূদ শরীফ পড়া যাবে। তবে কিছুটা বিরতি দিয়ে পড়বে। যেন দরূদ শরীফ কালিমার অংশ বলে মনে না হয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া উসমানী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৮
আনুষঙ্গিক ফতোয়া
- মৃতের জন্য সত্তর হাজার বার কালেমা তাইয়্যেবা পাঠ
- কালিমায়ে তায়্যিবায় ‘ওয়াও’ না থাকা স্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- আযানের পর দুরুদ পড়া
- রোজায় শিঙ্গা লাগানো হুকুম
- নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন
- দরূদ শরীফ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় ছিল?
- এক ভন্ড পীরের উদ্ভট বিশ্বাসের জবাব