
কুরবানীতে শরীক ব্যক্তির নিয়ত খারাপ থাকলে বাকিদের কুরবানী হবে কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•কুরবানী ও আকিকা•
প্রশ্ন
৫জন মিলে কুরবানী দেয়া হচ্ছে। এর মাঝে দুইজনের নিয়ত শুধু গোস্ত খাওয়া। কুরবানী দেয়া ইবাদত এমন মনে কর কুরবানী দিচ্ছে না। তাহলে বাকিদের কুরবানীর হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানী শরীকদার দ্বীনদার ও আল্লাহর জন্যই কুরবানী দিচ্ছে এমন ব্যক্তি হওয়া আবশ্যক। যদি একজন শরীকের নিয়তও খারাপ থাকে, তাহলে সকল শরীকের কুরবানী বাতিল বলে সাব্যস্ত হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ৯, পৃষ্ঠা: ৪৭২
- ফাতওয়া শামী, খন্ড: ৯, পৃষ্ঠা: ৪৭২
- ফাতওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৫৪
- মিনহাতুল খালেক আলাল বাহরির রায়েক, খন্ড: ৯, পৃষ্ঠা: ৩২৫
- খানিয়া আলা হামিশিল হিন্দিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৪৯
- ফাতওয়া আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪০৪
- ফাতওয়া আল ওয়াল ওয়ালিজিয়্যাহ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৫
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৮৪
- খুলাসাতুল ফাতওয়া, পৃষ্ঠা: ৪১৫