
প্রশ্ন
কোনো ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব হয়নি। কিন্তু সে কুরবানীর দিন আকীকা দিতে চায়। তার জন্য আকীকা দেওয়া বৈধ হবে কি না? একজন আলিম বলেছেন, কুরবানীর দিনের ভিতর আকীকা দেওয়া এমন ব্যক্তির জন্য বৈধ নয়। প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানীর দিন আকীকা করা নিষিদ্ধ নয়। এমনকি কুরবানীর পশুতেও আকীকার অংশ দেওয়া জায়েয। অতএব কুরবানী ওয়াজিব নয় এমন ব্যক্তিও কুরবানীর দিনগুলিতে আকীকা করতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৯
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২৬
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানীর পশুর সাথে কিংবা সতন্ত্রভাবে আকীকা
- একটি গরুতে একভাগ আকীকা আর বাকি অংশ কুরবানীর নিয়ত করা
- একটি গরুতে সাত শরীক আকীকা করা
- মৃত বাচ্চার আক্বীকা দেয়া
- কোরবানির গরুতে আকিকার জন্য অংশ
- আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়
- মৃত ব্যক্তির নামে আকীকা করা ও আকীকা বিষয়ে জরুরী জ্ঞাতব্য!
- মৃত সন্তানের আকিকা