
প্রশ্ন
আমাদের এলাকায় অনেক মহিলারা বলে যে, কুরবানীর দিন কুরবানীর পশু ব্যতীত হাঁস, মুরগী ও কবতুর যবেহ করা জায়িয নেই। একথা কি ঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে সকল জীব-জানোয়ার দ্বারা কুরবানী জায়েজ নয়, কুরবানীর দিনগুলোতে কুরবানীর নিয়্যতে ঐ গুলো যবেহ করা মাকরূহ। কুরবানীর নিয়্যত ব্যতীত গোশত খাওয়ার নিয়্যত করাতে কোন অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০০
- দুররে মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩১৩