
প্রশ্ন
কুরবানীর পশুর চামড়া বা এর টাকা পাওয়ার প্রকৃত হকদার কারা?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানীর পশুর চামড়ার মালিক কুরবানীদাতা। সে ইচ্ছা করলে তা ব্যবহারও করতে পারে। সে যদি চামড়াটি দান করে দিতে চায় তবে বিক্রি না করে আস্ত দান করাই উত্তম। বিক্রি করলে এর মূল্যের হকদার হয়ে যায় ফকীর-মিসকীন তথা যাকাত গ্রহণের উপযুক্ত লোকজন। আর এদের মধ্যে আত্মীয়-স্বজনও দ্বীনদারগণ অগ্রাধিকারযোগ্য।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২৮
- শরহুল কানয, বদরুদ্দীন আইনী, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৬
আনুষঙ্গিক ফতোয়া
- কসাইয়ের পারিশ্রমিক কুরবানীর গোশত ও চামড়া দিয়ে দেওয়া
- কুরবানীর চামড়া কুরবানীদাতার গ্রহণ করা
- কুরবানীর পশু যবেহ করে টাকা গ্রহণ করা
- কুরবানীর চামড়া ঈদগাহ মাঠের জন্য দান
- কুরবানীর নেসাব
- একটি গরুতে সাত জনের বেশি অংশীদার হওয়া
- কুরবানীর চামড়া গরীবদের দেয়া উত্তম নাকি মাদরাসার গরীব ছাত্রদের দেয়া উত্তম
- কুরবানীর দিন হাঁস-মুরগী যবেহ করা