
প্রশ্ন
কুরবানীর পশু যবেহ করে টাকা গ্রহণ করা জাযিয় আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরবানীর জানোয়ার স্বহস্তে যবেহ করা উত্তম। কিন্তু, কেউ যদি জবেহ করতে না পারে, তাহলে অন্যের সাহায্য নিতে পারে। সেক্ষেত্রে অন্য ব্যক্তির জন্য কুরবানীর পশু যবেহ করে তার বিনিয়ম গ্রহণ করা জায়িয আছে। বরং বিনিময় নেয়াটা যবেহকারীর হক। তবে সেই বিনিময় কুরবানীর গোশত বা চামড়ার দ্বারা লেন-দেন করা নিষেধ। অবশ্য কেউ যদি আল্লাহর ওয়াস্তে অন্যের জন্তু যবেহ করে দেয়, তাহলে তার জন্য উত্তম। তবে কেই যদি কোন দ্বীনি প্রতিষ্ঠানের গরীব-মিসকীনদের জন্য প্রতিষ্ঠানের খরচে চামড়া কালেকশনের জন্য প্রেরিত হয়, তাহলে তার জন্য যবেহ করার বিনিময় কেউ দিলে, তা নিজে না নিয়ে উক্ত প্রতিষ্ঠানে জমা দেয়া উচিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- আযীযুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৬৯
- কিফায়াতুল মুফতী, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৪৫
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানীর দিন হাঁস-মুরগী যবেহ করা
- কুরবানীর পশুর চামড়া বা এর টাকা পাওয়ার প্রকৃত হকদার
- পশু পাখির কোন দিকে মাথা রেখে যবেহ করতে হয়
- কুরবানীর পশুর সাথে কিংবা সতন্ত্রভাবে আকীকা
- কুরবানী জন্তুর মূল্য দান করা
- যবেহ করার সময় যদি দেহ থেকে মাথা পৃথক হয়ে যায়
- কসাইয়ের পারিশ্রমিক কুরবানীর গোশত ও চামড়া দিয়ে দেওয়া
- কুরবানীর চামড়া কুরবানীদাতার গ্রহণ করা