কুরবানী ও আকিকা Fatwa Cover

কুরবানীর প্রথম দিন কুরবানী দেওয়া

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা


প্রশ্ন

আমি গতবার কুরবানীর প্রথম দিন কুরবানী না করে দ্বিতীয় দিন কুরবানী করতে চেয়েছিলাম। কিন্তু আমার এক বন্ধু বলল, প্রথম দিনই কুরবানী করা উত্তম। তার কথা কি ঠিক?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, কোনো ওজর না থাকলে প্রথম দিনই কুরবানী করা উত্তম। খলীফাতুল মুসলিমীন হযরত আলী রা. বলেন, কুরবানী করার সময় তিনদিন। এর মধ্যে প্রথম দিন কুরবানী করা উত্তম।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • আলমুহাল্লা, খন্ড: , পৃষ্ঠা: ৪০
  • শরহু মুখতাসারিত তহাবী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১