কুরবানী ও আকিকা Fatwa Cover

কুরবানী করা ওয়াজিব অবস্থায় কুরবানী করতে না পারলে করণীয়

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা


প্রশ্ন

জনাব আবদুল করীম সাহেবের উপর কুরবানী করা ওয়াজিব। কিন্তু তিনি এ বছর কোনো ব্যস্ততার কারণে কুরবানীর পশু ক্রয় করতে পারেননি। এমনকি কুরবানীর তিন দিন অতিবাহিত হয়ে গেছে। আমার জানার বিষয় হল, এখন তার করণীয় কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগল বা তার মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২১
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৪২৩